Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
বারি উদ্ভাবিত পানিকচুর জাতের এডাপটিভ ট্রায়াল-এর ওপর মাঠ দিবত অনুষ্ঠিত
বিস্তারিত

সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, নোয়াখালীর তত্ত্বাবধানে গত ২৩ জুন ২০২৫ খ্রি. দক্ষিণ শুল্লকিয়া, নোয়াখালী সদর, নোয়াখালী বারি উদ্ভাবিত পানিকচুর জাতের এডাপটিভ ট্রায়াল-এর ওপর মাঠ দিবত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.০০ ঘটিকায় শুরু হওয়া এ অনুষ্ঠানে কৃষি সম্প্রসাণ অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারী সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রথমে বারি উদ্ভাবিত পানিকচুর সবগুলো জাতের মাঠ পরিদর্শণ করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সগবি, বারি, নোয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শহীদূল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন কৃষি সম্প্রসাণ অধিদপ্তর, নোয়াখালী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জনাব মুহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার জনাব মোঃ মোশরেফুল হাসান। একজন কৃষক ও একজন কৃষাণীও আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তাগণ পানিকচুর বিভিন্ন উপকারী পুষ্টিগুণ সম্পর্কে এবং নোয়াখালী এলাকার জন্য উপযোগী জাতসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন অত্র কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী জনাব মোঃ আবুল হোসেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
24/06/2025
আর্কাইভ তারিখ
25/06/2026